- Advertisement -
চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
মেদিনীপুরের জন্য পুজোয় নতুন আকর্ষণ! সৌজন্যে মেদিনীপুর পৌরসভা। জেলা শহরে কংসাবতী নদীর বুকে তৈরি হতে চলেছে ভাসমান রেস্তোরাঁ। সেই সঙ্গে নদীতেই থাকবে বিশেষ আলোর ব্যবস্থা।
এর আগে মেদিনীপুরে তৈরি হয়েছে সেলফি জোন ‘আই লাভ মেদিনীপুর’। গান্ধী ঘাটে পৌরসভার এই উদ্যোগ বিপুল জনপ্রিয়তা পেয়েছে। তাই শহরবাসীর বিনোদনকে গুরুত্ব দিয়ে পুজোর আগেই প্রশাসন নিতে চলেছে একগুচ্ছ পদক্ষেপ। নদীর বুকে তৈরি হবে বিশেষ আলোকসজ্জা, সঙ্গে ফোয়ারা। নদীর পাড় দিয়ে হাঁটার জন্য এক কিলোমিটার দীর্ঘ বিশেষ পথ। ভাসমান লঞ্চে তৈরি হবে রেস্তোরাঁ। যা নদী বক্ষে ভেসে বেড়াবে। সমস্ত পরিকল্পনা ঠিক থাকলে পুজোর আগেই মেদিনীপুর পাচ্ছে বিশেষ আকর্ষণ।