Paschim Medinipur : প্রসাদ খেয়ে অসুস্থ ৫৯ জন, ভুল ইঞ্জেকশনে যুবকের মৃত্যুর অভিযোগ

Paschim Medinipur : প্রসাদ খেয়ে অসুস্থ ৫৯ জন, ভুল ইঞ্জেকশনে যুবকের মৃত্যুর অভিযোগ

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় বুদ্ধপূর্ণিমা উপলক্ষে স্থানীয় একটি দোকানে হালখাতা ও বাৎসরিক অনুষ্ঠানে চিঁড়ে প্রসাদ খেয়ে পাশাপাশি দুই গ্রামের ৫৯ জন অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। সেই সঙ্গে অসুস্থ এক যুবকের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যুর পর, ভুল ইঞ্জেকশনের কারণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ এনে হাসাপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখান রোগীর পরিজনেরা।

জানা গিয়েছে, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চিঁড়ে প্রসাদ খাওয়ার পরে শনিবার ভোর থেকে পদিমা ও গয়লাগেড়িয়া এলাকার বহু মানুষের ডায়রিয়ায় উপসর্গ দেখা দেয়। এখন ৫৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷ এরই মধ্যে রবিবার রাত ১০ টা নাগাদ ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন বিশ্বজিৎ ঘোড়াই (২১) নামে এক যুবকের মৃত্যু হয়। অভিযোগ, তাকে ইঞ্জেকশন দেওয়ার আধ ঘন্টার মধ্যে মৃত্যু হয়। ভুল ইঞ্জেকশনের কারণে মৃত্যু হয়েছে অভিযোগ এনে হাসপাতালের গেটে বিক্ষোভ দেখান মৃতের পরিজনেরা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গীর তরফে জানা গিয়েছে, খাদ্যে বিষক্রিয়ার কারণেই সম্ভবতঃ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকায় স্বাস্থ্য দফতরের তরফে দুটি মেডিকেল টিম পাঠানো হয়েছে৷ শারিরীক অবস্থার অবনতি হওয়ায় বেশ কয়েকজনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন:  Rajesh Mahata : আটকের পর বদলি! মেদিনীপুরের শিক্ষক রাজেশের নতুন স্কুল কোচবিহারে

সোমবার হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পর্যবেক্ষণ করেন বিধায়ক ডাঃ হুমায়ুন কবির৷ তিনি জানিয়েছেন, রান্নার সময় খাবারে কিছু পড়ে গিয়ে থাকলে তা থেকে সমস্যা হতে পারে। যুবকের মৃত্যুর বিষয়ে জানান, যুবকের ইনফেকশনের কারণে শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। সেই কারণেই মৃত্যুর ঘটনা ঘটে৷

আরও পড়ুন:  Medinipur Yoga : যোগ উদযাপন চন্দ্রকোনারোডে, উদ্যোগে সিআরপিএফ মহিলা ব্যাটেলিয়ন

অন্যদিকে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেছেন৷ তাঁর বক্তব্য, আগের দিন যুবককে ঐ ইনজেকশন দিলে তার শ্বাস কষ্ট হচ্ছিল। রবিবার সে বাধা দেওয়া সত্ত্বেও ইঞ্জেকশন দেওয়ার পরেই মৃত্যু হয়। এমনকি স্থানীয় তৃণমূল নেতা ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে জোর করে নির্দিষ্ট সময়ের আগেই দেহ ময়নাতদন্তে পাঠানোর অভিযোগ আনা হয়েছে৷ মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটিত না হওয়া পর্যন্ত দেহ গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ