BRAKING NEWS

Goaltore : পরীক্ষার্থীদের সুবিধার্থে রূপনারায়ণ বন বিভাগ, হাতি ঠেকাতে গোয়ালতোড়ের জঙ্গলে নজরদারি

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পরীক্ষার্থীদের সুবিধার্থে রূপনারায়ণ বন বিভাগের উদ্যোগে বুনো হাতি ঠেকাতে নজরদারি অভিযান চলছে গোয়ালতোড়ের জঙ্গলে। উপস্থিত বনকর্মীরা।

রাজ্যে চলছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের সুষ্ঠ ভাবে জঙ্গলের রাস্তায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে ও ফিরিয়ে আনতে রাজ্যের জঙ্গলস্থিত ও পার্শ্ববর্তী গ্রামগুলিতে উদ্যোগী হয়েছে বন দফতর। রূপনারায়ণ বন বিভাগের উদ্যোগে গোয়ালতোড়ের জঙ্গলে চলছে নজরদারি।এই দিন উপস্থিত ছিলেন মাহালিসাই রেঞ্জের বিট অফিসার বিশ্বজিৎ রাজোয়ার, আদালিয়া বিটের বিট অফিসার শিবশঙ্কর মাহাতো এবং অন্যান্য বনকর্মীরা৷ বন দফতরের তরফে গাড়ির ব্যবস্থা করা হয়েছে পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া ও বাড়ি ফিরিয়ে আনার জন্য। চলছে সতর্কতামূলক মাইকিং। এইদিন পরীক্ষার্থীদের জল ও বিস্কুট দিয়ে পরীক্ষার আগে শুভেচ্ছা জানান বনকর্মীরা৷

National Science Day : হিজলী কলেজে পালিত হল জাতীয় বিজ্ঞান দিবস