Forest Fire : সিজুয়ার পর দেলুয়া! মেদিনীপুর একাধিক জঙ্গলে আগুন, উঠছে একাধিক অভিযোগ

Forest Fire : সিজুয়ার পর দেলুয়া! মেদিনীপুর একাধিক জঙ্গলে আগুন, উঠছে একাধিক অভিযোগ

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

বিগত দেড় সপ্তাহ ধরে আগুন জ্বলছে মেদিনীপুরের বিভিন্ন জঙ্গলে। মেদিনীপুর সদর ব্লকের সিজুয়া, মুরাকাটা এলাকার জঙ্গলে আগুন লেগেছে আগেই। মঙ্গলবার আগুন দেখা দিয়েছে দেলুয়া এলাকাতেও। ভাদুতলা, শালবনি এলাকার জঙ্গলেও আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন বন দফতর ও দমকল।

মেদিনীপুরের একাধিক জঙ্গলে সম্প্রতি। বনকর্মীরা ও দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন সেই আগুন নিয়ন্ত্রণের। তারই মধ্যে মঙ্গলবার মেদিনীপুর সদর ব্লকের দেলুয়া এলাকার জঙ্গলে নতুন করে আগুণ দেখা দিয়েছে। সোমবার সন্ধ্যায় আগুন নতুন কিরে ছড়িয়েছে মেদিনীপুর সদর ব্লকের সিজুয়া, মুরাকাটা এলাকায়।

আরও পড়ুন:  Medinipur : আশাকর্মীদের বিক্ষোভ ও ডেপুটেশন পুরসভায়, স্থায়ী বেতন-ভাতা সহ একাধিক দাবি

এরই মধ্যে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত আমঝর্ণা এলাকায় পরিত্যক্ত গাড়ির টায়ারে আগুন লাগে। জানা গিয়েছে, একটি খারাপ হয়ে যাওয়া তেলের ট্যাঙ্কার খালি অবস্থায় বেশ কিছুদিন ধরেই আমঝর্ণা জঙ্গলের পাশে পড়েছিল। সোমবার ভোরে হঠাৎ আগুন লাগে সেই গাড়িতে। স্থানীয়দের ও দমকলের প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে৷ অন্যদিকে সোমবার রাত থেকে আগুন জ্বলছে মেদিনীপুর সদর ব্লকের সিজুয়া, মুরাকাটা এলাকায়। মঙ্গলবার সেই আগুন ছড়িয়েছে দেলুয়া এলাকাতেও। দমকল ও বন দফতর সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন:  Medinipur : হোস্টেলের ছাত্রীদের দিয়ে কাপড় কাচা-ঘর মোছা-রান্না করানোর অভিযোগ সিস্টারের বিরুদ্ধে

বিগত সময়ে মেদিনীপুরের বিভিন্ন জঙ্গলে আগুন লেগেছে একাধিক বার। স্থানীয় সূত্রে সন্দেহ, কাঠপাচারের উদ্দেশ্যে অসদ উদ্দেশ্যে এই আগুন লাগানো হচ্ছে জঙ্গলের ঝরা শুকনো পাতায়। বন দফতরের তরফের প্রচার ও সতর্কবার্তা দেওয়া হচ্ছে জঙ্গলচত্ত্বরে আগুন না লাগানোর জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ