Medinipur Forest Fire : জঙ্গলে আবার আগুন, বন দফতর-দমকল ও স্থানীয়দের প্রচেষ্টায় বাঁচলো গ্যাসের গোডাউন

Medinipur Forest Fire : জঙ্গলে আবার আগুন, বন দফতর-দমকল ও স্থানীয়দের প্রচেষ্টায় বাঁচলো গ্যাসের গোডাউন

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

বড়সড় দুর্ঘটনার হাত হতে রক্ষা পেল মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার লোহাটিকরির জঙ্গল এলাকা। বন দফতর, দমকল ও স্থানীয়দের প্রচেষ্টায় জঙ্গলের লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাসের গোডাউনে আগুন না ছড়ানোয় রক্ষা।

জানা গিয়েছে, শনিবার বিকালে লোহাটিকরির জঙ্গলে হঠাৎ আগুন পরিলক্ষিত হয়। শীতের ঝরা শুকনো পাতায় হু হু করে ছড়িয়ে পড়ছিল আগুন। সেই সময় আগুন এলাকায় থাকা একটি গ্যাসের গোডাইনের কাছেই এসে পড়লে ছড়িয়ে পড়ে আতঙ্ক। গোডাউনে থাকা কর্মীরা খবর দেন বন দফতরে। সেই সময়ে জঙ্গলেই মাধ্যমিক পরীক্ষার জন্য ডিউটিতে থাকা বনকর্মীরা তড়িঘড়ি এসে পরিস্থিতি দেখে খবর দেন দমকলে এবং স্থানীয়দের সাথে নিয়ে নেমে পড়েন আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টায়।

আরও পড়ুন:  International Mother Language Day : পলাশী প্রাথমিক বিদ্যালয়ে ভাষা দিবস পালন কচিকাঁচাদের

সৌভাগ্যক্রমে স্থানীয়দের প্রচেষ্টায় দমকল আসার মধ্যেই আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। বাকি আগুন নিভিয়ে দেন দমকল কর্মীরা। ফলে গ্যাসের গোডাউন রক্ষা পায়। মেদিনীপুরের জঙ্গলে প্রায়শই আগুন লাগছে। স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু মানুষজন ইচ্ছাকৃতভাবে শুকনো পাতায় আগুন লাগাচ্ছে। অনুমান গাছ চুরির উদ্দেশ্যেই এই ঘটনা বারবার ঘটছে। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতিও একই অভিযোগ এনেছেন। পুলিশ ও বন দফতরের তরফে শুরু হয়েছে তদন্ত৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ