BRAKING NEWS

Garbeta Accident : বেপরোয়া বালির গাড়ির ধাক্কা, মৃত মা ও ছেলে

Garbeta Accident : বেপরোয়া বালির গাড়ির ধাক্কা, মৃত মা ও ছেলে, GNE BANGLA

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

বেপরোয়া বালির গাড়ির ধাক্কায় মৃত্যু হল মা ও ছেলের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে গড়বেতা থানার আমঝুপি এলাকায়। ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রসকুন্ডু এলাকায় একটি সামাজিক অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন দীপ সরেন (৫) ও তার মা নমিতা সরেন। সেই সময়ে দ্রুত গতিতে বেপরোয়া ভাবে এসে একটি বাড়ির গাড়ি তাঁদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ বছরের শিশু দীপের। এরপরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে দীপের মাকেও মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখান এলাকাবাসী।

Madhyamik Elephant : হাতি নিয়ে সতর্কতা মেদিনীপুরে, মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু, বিশেষ তৎপর বন দফতর