Kharagpur : বয়স্ক মানুষদের শারীরিক, মানসিক যত্ন ও সামাজিক সুরক্ষা বিষয়ক ট্রেনিং খড়গপুরে

Kharagpur : বয়স্ক মানুষদের শারীরিক, মানসিক যত্ন ও সামাজিক সুরক্ষা বিষয়ক ট্রেনিং খড়গপুরে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

ষাট বছরের বেশি বয়সের মানুষদের জন্য প্রয়োজনীয় সঠিক শারীরিক, মানসিক যত্ন ও সামাজিক সুরক্ষা বিষয়ে পাঁচ দিন ব্যাপি ট্রেনিং প্রকল্প শুরু হল খড়গপুরে। ক্যালকাটা মেট্রোপলিটন ইন্সটিটিউট অফ জেরোনটোলজি-র সঙ্গে যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করেছে ভারত সরকারের মিনিস্ট্রি অফ সোস্যাল জাস্টিস ও এমপাওয়ারমেন্টের অন্তর্ভুক্ত ন্যাশেনাল ইনস্টিটিউট অফ সোস্যাল ডিফেন্স৷

বর্তমান সময়ে সামাজিক বিভিন্ন বৈষম্য বৃদ্ধি পাচ্ছে৷ সেই সঙ্গে বিভিন্ন স্তরে তৈরি হচ্ছে দূরত্ব। কর্মক্ষেত্রে বদল বা শিক্ষাগত কারণে অনেক সময়ে বাড়ির বয়স্ক সদস্যদের সঙ্গে পরিবারের অন্যদের দূরত্বও তৈরি হচ্ছে৷ সেই পরিস্থিতিতে মানসিক ও সামাজিক ভাবে একাকিত্বে ভুগছেন বয়স্করা৷ ষাট বছরের বেশি বয়সের মানুষদের শারীরিক, মানসিক যত্ন ও সামাজিক সুরক্ষা বিষয়ে সাধারণ মানুষ বিশেষত তরুণ তরুণীদের অবহিত করে তোলার জন্য সোমবার থেকে ৫ দিন ব্যাপি জেরিয়ারটিক কেয়ার বিষয়ক প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়েছে৷

আরও পড়ুন:  Belda Monkey : বানরের উৎপাত দেউলীতে, আঁচড়ে কামড়ে আহত দুই

খড়গপুরের অস্তিত্ব সোসাইটির অতিথি ব্যাঙ্কোয়েট হলে আগামী ২৪ শে মার্চ পর্যন্ত এই কর্মসূচি চলবে। সোমবারের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যালকাটা মেট্রোপলিটন ইন্সটিটিউট অফ জেরোনটোলজি-র ডিরেক্টর ডঃ ইন্দ্রাণী চক্রবর্তী, খড়গপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক শুভায়ন হক, প্রসেনজিৎ বর্মন, জেরেন্টোলজিস্ট সুপ্রিয়া চক্রবর্তী প্রমুখরা৷ ছিলেন কর্মসূচির প্রশিক্ষকরাও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ