Budget 2023 : এবারেও বাজেটে নেই ঘাটাল মাস্টার প্ল্যান, বন্যাপ্রবণ ঘাটালে ক্ষোভ

Budget 2023 : এবারেও বাজেটে নেই ঘাটাল মাস্টার প্ল্যান, বন্যাপ্রবণ ঘাটালে ক্ষোভ

 

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
দ্বিতীয় মোদী জামানার শেষ পূর্ণাঙ্গ বাজেট বুধবার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আগামী লোকসভা ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। কিন্তু তাতে ঘোষিত হল না বহু প্রতিক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান।

প্রায় প্রতিবছর বর্ষায় বানভাসি হয় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও তার পার্শ্ববর্তী এলাকা। জল যন্ত্রণা যেন স্বাভাবিক হয়ে দাড়িয়েছে। সেই জল যন্ত্রণা থেকে ঘাটালবাসীকে নিস্তার দিতেই ঘাটাল মাস্টার প্ল্যানের অবতারণা। ঘাটালের তৃণমূল সাংসদ দেব নিজে এই বিষয়ে উদ্যোগী হয়েছেন। কিন্তু বহু প্রচেষ্টা সত্ত্বেও এই বারের কেন্দ্রীয় বাজেটেও অর্থ বরাদ্দ হল না ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য।

আরও পড়ুন:  মেদিনীপুরে পুলিশ লাইন ময়দানে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান, উদ্যোগে জেলা প্রশাসন

অন্যদিকে ঘাটালের প্রতিবছরের বন্যাকবলিত মানুষদের মধ্যে এই নিয়ে অসন্তোষের সৃষ্টি হয়েছে। ক্ষোভ ব্যক্ত করেছেন ‘ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি’র যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি। কয়েক মাস আগে ‘ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স কমিটি’র ছাড়পত্র পাওয়ার পরেও বাজেটে কোনো বরাদ্দ না থাকায় বিস্মিত অনেকেই। আগামী ৫ ই ফেব্রুয়ারি ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠে বন্যাকবলিত মানুষদের এক সম্মেলনের আহ্বান করা হয়েছে। সেখান থেকে দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ