Goaltore : গোয়ালতোড় উত্তরায়ন শ্মশান কালী মন্দিরের নরনারায়ণ সেবা

Goaltore : গোয়ালতোড় উত্তরায়ন শ্মশান কালী মন্দিরের নরনারায়ণ সেবা

কালীপুজোকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছেন গোয়ালতোড় এলাকার মানুষজন। একদিকে গোয়ালতোড় থানার গোয়ালতোড় নিউ সার্ব্বজনীন শ্যামা পূজা কমিটির উদ্যোগে গোয়ালতোড় বাজার আলোয় সেজে উঠেছে, চলছে প্রতিদিন গোয়ালতোড় হাইস্কুল মাঠে নানা ধরনের অনুষ্ঠান ও সমাজসেবামূলক কাজকর্ম। অপরদিকে বাজারের অন্যান্য কালী পুজা উদ্যোক্তারা তাদের ঐতিহ্য বজায় রেখে তাদের সমাজসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন:  Salboni: শালবনীর মৌপাল স্কুলে অনুষ্ঠিত হলো তিন দিনের জনজাতি গৌরব দিবস

আজ গোয়ালতোড় পূর্ব মহালিসাই উত্তরায়ন শ্মশান কালী মন্দিরের উদ্যোগে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। এদিন বেলা ১২ টা থেকে উত্তরায়ন শশ্মান কালী মন্দিরের বিপরীত দিকে গাছের তলায় খিচুড়ির মাধ্যমে নরণারায়ান সেবা সম্পন্ন হয়। স্থানীয় সূত্রে খবর এখানে প্রচুর সংখ্যক এলাকার মানুষজন তৃপ্তি মিটিয়ে খিচুড়ি খেয়েছেন।

আরও পড়ুন:  Salboni: শালবনীর মৌপাল স্কুলে অনুষ্ঠিত হলো তিন দিনের জনজাতি গৌরব দিবস

দুদিন আগে গোয়ালতোড় থানার গোয়ালতোড় নিউ সার্ব্বজনীন শ্যামা পূজা কমিটির উদ্যোগে নরনারায়ণ সেবায় দেখা গিয়েছিল এলাকার মানুষজনের ঢল। তারও কিছুদিন আগে গোয়ালতোড় গণেশ পূজা কমিটির নরনারায়ণ সেবায়ও দেখা গিয়েছিল এলাকার মানুষজনের ঢল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ