BRAKING NEWS

Goaltore: ভালোবাসার দিনে গোয়ালতোড়ের যুবকেরা গোলাপের বদলে দিলেন রক্ত

Goaltore: ভালোবাসার দিনে গোয়ালতোড়ের যুবকেরা গোলাপের বদলে দিলেন রক্ত, GNE BANGLA

ভালোবাসার দিনেই রক্তে ভিজেছিল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা। ৪ বছর আগের সেই ভায়ঙ্কর স্মৃতি এখনও টাটকা। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা হয়। প্রাণ হারান ৪০ জন জওয়ান। সেই শহিদদের স্মরণে আজ পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় সার্ব্বজনীন গনেশ পূজা ও মেলা কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির হলো গোয়ালতোড়ের প্রাণকেন্দ্র হুমগড় মোড়ে।

Ghatal : কাটা পড়লো সাইকেল আরোহীর পা, মর্মান্তিক পথ-দুর্ঘটনা ঘাটালে

সকাল দশটায় অনুষ্ঠান শুরু হয়।পুলওয়ামায় শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এদিন তৃতীয় বৎসর রক্তদান অনুষ্ঠানের সূচনা করেন গোয়ালতোড় সার্ব্বজনীন গনেশ পূজা ও মেলা কমিটি। আজকের রক্তদান কর্মসূচি যুবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ ভালোবাসার দিনে গোয়ালতোড়ের যুবকেরা প্রেমের আনন্দ ছেড়ে অপরের জীবন বাঁচানোর তাগিদে গোয়ালতোড় হুমগড় মোড়ে রক্তদান করতে গিয়েছিলেন।

রক্তদান শিবির প্রসঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম গোয়ালতোড় সার্ব্বজনীন গনেশ পূজা ও মেলা কমিটির সভাপতি চিন্ময় মাহাত এর সঙ্গে, চিন্ময় বাবু আমাদের জানিয়েছেন যে, আজকের রক্তদান শিবিরে মোট ১০০ জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান কর্মসূচিতে প্রচুর যুবক এই রক্তদান শিবিরে রক্তদানে এগিয়ে আসেন। তিনি আরো বলেন, এভাবেই যদি আরও সাধারণ মানুষ এগিয়ে আসেন, তাহলে রক্তের সঙ্কট থেকে মুক্ত করতে পারবো আমাদের শহরকে।

Medinipur : লং জাম্পে জেলায় প্রথম খসলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী রিলোমালা টুডু