BRAKING NEWS

Goaltore: ছোট ছোট ছেলেমেয়েদের হাসির রঙে ও নাচে রঙিন হয়ে উঠলো গোয়ালতোড়ে সৃষ্টি ড্যান্স এ্যকাডেমীর বসন্ত উৎসব

শীতের শেষে বসন্ত বাতাসে রং যেন ছড়িয়েছে চারদিকে। আকাশের রং নীল। গাছের শাখায় কচি কচি নতুন পাতা। পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের আজকের দিনের বেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রীর কাছাকাছি ছিল তবুও লাল, সবুজ, হলুদ আবিরে আর তার সঙ্গে ছোট ছোট ছেলেমেয়েদের নিস্পাপ হাসির রঙে ও নাচে রঙিন হয়ে উঠলো গোয়ালতোড় হাইস্কুল মাঠের সৃষ্টি ড্যান্স এ্যকাডেমীর বসন্ত উৎসব।

এদিন সকাল সাড়ে ৯টায় গোয়ালতোড় বাজারে ছোট ছোট ছেলেমেয়েদের এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সৃষ্টি ড্যান্স এ্যকাডেমীর বসন্ত উৎসবের সূচনা হয়। এই শোভাযাত্রায় মেয়েদের সাথে রাস্তায় নেচেছেন এই ড্যান্স এ্যাকাডেমীর কর্ণধার পায়েল পাত্র। এই বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়ালতোড় বাজার ঘুরে হাইস্কুল মাঠে আসে। এর পর মঞ্চে এলাকার বিশিষ্ট গুণীজনেদের সংবর্ধনা জানিয়ে বসন্ত উৎসবের মূল অনুষ্ঠান শুরু করেন সৃষ্টি ড্যান্স এ্যকাডেমীর কর্ণধার পায়েল পাত্র।

মঞ্চে সুন্দর সুন্দর গানে নাচের মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালন করলেন সৃষ্টি ড্যান্স এ্যাকাডেমীর পড়ুয়ারা। বসন্ত উৎসবের মধ্যে দিয়ে মেতে উঠলেন সৃষ্টি ড্যান্স এ্যাকাডেমীর কর্ণধার পায়েলও। মঞ্চে বিশেষ আকর্ষণ ছিল অভিভাবিকা দের নৃত্য। এছাড়া ২০২১-২২ শিক্ষা বর্ষের নৃত্য মেধা পুরস্কার প্রদান ও সকল ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয় সৃষ্টি ড্যান্স এ্যকাডেমীর পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠান দেখতে প্রচুর সংখ্যক মানুষ ভিড় জমায় গোয়ালতোড় হাইস্কুল মাঠে।

Leave a Reply