চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

শুক্রবার বুদ্ধদেব এবং পন্ডিত রঘুনাথ মুর্মুর জন্ম দিবস উদযাপন করা হল মেদিনীপুর শহরে। উদ্যোগে শহরের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায়।

এইদিন জন্মদিবস উদযাপনের পাশাপাশি পুরসভার সাফাই কর্মীদের ফুল মিষ্টি সহ শুভেচ্ছা জানানো হয়৷ সমস্ত সময় পরিষেবা দিয়ে শহর পরিচ্ছন্ন রাখার জন্য তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। কাউন্সিলর ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রদ্যুৎ ঘোষ, সুজয় হাজরা, বিশ্বনাথ পাণ্ডব, সত্য পড়িয়া, গোলকবিহারী মাঝি, নির্মাল্য চক্রবর্তী, ইন্দ্রজিৎ পানিগ্রহি, মোজাম্মেল হোসেন প্রমুখরা।

জনপ্রিয় খবর:  Medinipur : দেশের সেরা মেদিনীপুরের মেয়ে, জাতীয় স্তরের যোগায় সাফল্য অনুষ্কার