BRAKING NEWS

Paschim Medinipur : লটারিতে কোটিপতি! কপাল খুলে গেল গ্রাম পঞ্চায়েত সচিবের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

কপাল খুলে গেল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ৫ নং মুগবসান গ্রাম পঞ্চায়েতের সচিবের। লটারিতে কোটিপতি হয়ে গেলেন তিনি। লটারির টিকিট কেটে জিতলেন এক কোটি টাকা।

পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মহারাজপুরের বাসিন্দা স্বপন পন্ডিত দীর্ঘদিন ধরে কেশপুর ব্লকের মুগবসান গ্রাম পঞ্চায়েতের সচিব হিসেবে কর্মরত৷ আরও অনেকের মতই লটারির টিকিট কাটার অভ্যাস রয়েছে তাঁর৷ গত ৩-৪ বছর ধরে এলাকায় নিজের ভাইপোর দোকান থেকে টিকিট কাটছেন তিনি। ছোটো খাটো পুরস্কার আগে লাগলেও সর্বোচ্চ ৪৫ হাজার টাকা জিতেছেন। এবার সোজা ১ কোটি টাকা পুরস্কার পেয়েছেন স্বপনবাবু।

এইদিন তাঁর লটারির দোকানদার ভাইপো তাঁকে লটারি জেতার খবর জানান বলে জানিয়েছেন স্বপনবাবু। স্বপনবাবুর বক্তব্য, প্রাথমিক ভাবে জেতার খবর পেয়ে তিনি ভেবেছিলেন তাঁর সঙ্গে ভাইপো মজা করছেন। কিন্তু লটারির নম্বর দেখে ভুল ভাঙে তাঁর। লটারির টাকায় কিছু বিষয়সম্পত্তি কেনার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে প্রশাসনিক স্তর থেকে উন্নয়নমূলক ও সমাজসেবামূলক কাজে দান করারও ইচ্ছে প্রকাশ করেছেন পঞ্চায়েত সচিব।

Leave a Reply