BRAKING NEWS

Medinipur : জঙ্গলে ঝুলন্ত দেহ উদ্ধার, ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের দেলুয়া এলাকায় জঙ্গল থেকে মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মানসিক ভারসাম্যহীন ঐ ব্যক্তি গত ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত জিতেন সিং (৪০) মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ১৫ দিন ধরে তাঁর খোঁজ মিলছিল না। ঐ ব্যক্তির পরিজনের তরফে পুলিশে জানানোও হয়েছিল। মঙ্গলবার বেলায় স্থানীয় মহিলারা জঙ্গলে কাঠ, পাতা সংগ্রহে গিয়ে পচাগলা দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। গুড়গুড়িপাল থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Leave a Reply