চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের কেবিন থেকে উদ্ধার হল চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি থাকা এক বিচারাধীন বন্দির। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার বিরিহান্ডির বাগছাপা গ্রামের বাসিন্দা মৃত ব্যক্তি দুলাল ভক্তা (৫৫) ২০২২ সালের ২০ সেপ্টেম্বর থেকে ভারতীয় দণ্ডবিধির ৩২৬, ৩০৭ ধারায় অভিযুক্ত হয়ে ঝাড়গ্রাম জেলায় বিচারাধীন বন্দি ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে গত ৫ মে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে বাথরুমের ভিতর তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি আত্মহত্যা করেছেন বলেই অনুমান। পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও ঘটা এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জনপ্রিয় খবর:  Medinipur : দেশের সেরা মেদিনীপুরের মেয়ে, জাতীয় স্তরের যোগায় সাফল্য অনুষ্কার