Kharagpur : রেলের হাতিগোলা আন্ডারপাসের উদ্বোধন, যানজট যন্ত্রণা থেকে রেহাই শহরবাসীর

Kharagpur : রেলের হাতিগোলা আন্ডারপাসের উদ্বোধন, যানজট যন্ত্রণা থেকে রেহাই শহরবাসীর

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মঙ্গলবার খড়গপুরে রেলের হাতিগোলা আন্ডারপাসের উদ্বোধন করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়, খড়গপুরের ডিআরএম এম.এস হাসমি, সিনিয়র ডিসিএম রাজেশ কুমার প্রমুখরা। শহরের পুরাতন বাজারের হাতিগোলা ব্রিজের পাশে এই আন্ডারপাস খড়গপুরবাসীকে ঐ অঞ্চলের প্রাত্যহিক যানজট যন্ত্রণা থেকে রেহাই দেবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:  Paschim Medinipur : ১৮ এপ্রিল থেকে সকালে প্রাথমিকের ক্লাস, ঘোষণা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের

খড়গপুর শহরের উত্তর ও দক্ষিণ দিকের সংযোগ করে অনেক পুরাতন হাতিগোলা ব্রিজ। কিন্তু ব্যস্ত এই সেতুতে যানজট লেগেই থাকে প্রায় সর্বক্ষণ৷ সেই যন্ত্রণা থেকে শহরবাসীকে রেহাই দিতে আন্ডারব্রিজ তৈরির পরিকল্পনা নেয় রেল।দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের উদ্যোগে প্রায় ৬ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় এই অত্যাধুনিক আন্ডারপাসটি।

আরও পড়ুন:  Medinipur : গান্ধী মূর্তির পাদদেশে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ তৃণমূল শিক্ষক সমিতির

রেলের তরফে মঙ্গলবার আন্ডারপাসটি নির্মাণের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে সমস্ত বড় যানবাহন আন্ডারপাস হয়ে যাতায়াত করবে। এবং লোড কমানোর জন্য শুধুমাত্র ছোটো গাড়িগুলি পাশের সেতু ব্যবহার করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ