BRAKING NEWS

পড়াশোনা বন্ধ করে স্কুলের বাচ্চাদের দিয়ে উকুন বাছানোর অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে

স্কুলের খুদেদের দিয়ে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে উকুন বাছানোর অভিযোগে তোলপাড় কান্ড ক্যানিং থানার অন্তর্গত তালদি পঞ্চায়েতের পূর্ব কুমার শা মাঝেরপাড়া এলাকার পূর্বহলাপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে। এছাড়াও পড়াশোনা না করানো, স্কুলে শিশুদের ভর্তি না নেওয়া, নিম্নমানের মিডডেমিল ব্যবস্থা নিয়ে সরব হয়ে শিক্ষিকাদের তালাবদ্ধ করে আটকে রেখে বিক্ষোভে ফেটে পরে ক্ষুব্ধ গ্রামবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে , পূর্বহলাপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে দীর্ঘদিন ধরেই অরাজকতা চলছে। গ্রামবাসীদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষিকা পুষ্প সাঁফুই ছাত্রছাত্রীদের না পড়িয়ে তাদের দিয়ে মাথার উকুন বাছান। নতুন খুদেরা ভর্তি হতে এলে তাদের ভর্তি নেওয়া হয়না। মিডডেমিলে নিম্নমানের খাবার দিয়ে নিজে বাড়ি থেকে কাঁচকলা, বীট, কপি নিয়ে এসে রান্না করে নিয়ে যান। শনিবার সকালে এলাকাকার বাসিন্দা রুল আমিন সরদার তার নাতনিকে ভর্তি করানোর জন্য প্রধান শিক্ষিকার কাছে গেলে তাকে ভর্তি নেওয়া হবেনা বলে সাফ জানিয়ে দেন প্রধান শিক্ষিকা। এরপরই প্রধান শিক্ষিকাকে ঘিরে শুরু হয় বিক্ষোভ।

প্রধান শিক্ষিকা এবং সহকারী ২জন শিক্ষিকাকে তালাচাবি দিয়ে বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। এলাকায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ শুনে তাদের দীর্ঘক্ষণ ধরে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।

ঘটনা সম্পর্কে প্রধান শিক্ষিকা পুষ্প সাঁফুইকে প্রশ্ন করা হলে তিনি জানান,”অন্য স্কুলের ছাত্রছাত্রী ভর্তি না নেওয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ মৌখিকভাবে নির্দেশ দিয়েছিলেন। সেই কারণে ছাত্র ছাত্রী ভর্তি নিচ্ছিলাম না। এছাড়া মিড ডে মিল এবং উকুন বাছা নিয়ে ছাত্রছাত্রী কিংবা অভিভাবকরা পুরোপুরি মিথ্যে কথা বলছেন। আগামী সোমবার থেকে সকলকে ভর্তি নেওয়া হবে।”

Leave a Reply