BRAKING NEWS

Heat Wave : ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর সহ বঙ্গের ৭ জেলার তাপপ্রবাহের সতর্কতা

ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর। আগামী পাঁচ দিন তাপপ্রবাহের পূর্বাভাস জারি করা হয়েছে। এই সময়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪° থেকে ৫° সেলসিয়াস বেশি হতে পারে।

বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের তৈরি হতে পারে। কলকাতা, হুগলি, হাওড়া এবং পূর্ব বর্ধমানের কিছু এলাকায় শুক্রবার থেকে তাপপ্রবাহের সম্ভাবনা। শনিবার ১ লা বৈশাখ। ঐদিন থেকে জঙ্গলমহলের জেলাগুলি পড়বে তাপপ্রবাহের কবলে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া তাপপ্রবাহের তালিকায় যুক্ত হবে ঐদিন। ১৭ এপ্রিল সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে বলে জানিয়ে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া অফিস।

 

Leave a Reply