BRAKING NEWS

Medinipur : শহরে বেপরোয়া টোটো, এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে পুলিশের পাশ দিয়েই পগারপার, আশঙ্কাজনক আহত

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

সোমবার মেদিনীপুর শহরের কেরানীতোলার মোড়ে এক বেপরোয়া টোটোর ধাক্কায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। তারপর কার্যত পুলিশের নাকের ডগা দিয়ে ঘাতক টোটো হল পগারপার।

স্থানীয় সূত্রে জানা দিয়েছে, কেরানীতোলা মোড়ের দিকে পায়ে হেঁটে আসছিলেন এক ব্যক্তি। পিছন দিক থেকে একটি টোটো দ্রুত গতিতে এসে ধাক্কা মারে তাঁকে৷ রাস্তায় ছিটকে পড়ে ঐ ব্যক্তির মাথা ফেটে যায়। সাথে সাথে এলাকায় কর্তব্যরত পুলিশকর্মীরা এলেও, কার্যত পুলিশের পাশ দিয়েই টোটোর যাত্রীদের নামিয়ে পালিয়ে যায় অভিযুক্ত টোটোওয়ালা। স্থানীয়দের অভিযোগ, স্টেশনের স্ট্যান্ডেই ঐ টোটোওয়ালা থাকে। মোটা বাচ্চু নামে পরিচিত ঐ টোটোওয়ালা মদ্যপান করে টোটো চালাচ্ছিল। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Medinipur Adeno Virus : জেলায় অ্যাডিনো ভাইরাসের প্রকোপ, মেদিনীপুর মেডিকেল কলেজে জুন মালিয়া