BRAKING NEWS

খড়গপুরের উড়ালপুল উদ্বোধনে অনুপস্থিত হিরণ, তাৎপর্যপূর্ণ মন্তব্য দিলীপের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
বৃহস্পতিবার খড়গপুরে বহু প্রতীক্ষিত গিরি ময়দান উড়ালপুলের উদ্বোধন করেছেন দিলীপ ঘোষ। সেখানে আমন্ত্রিত ছিলেন স্থানীয় বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ফলকেও রয়েছে তাঁর নাম। কিন্তু উদ্বোধনে অনুপস্থিত ছিলেন তিনি। যা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

ডিআরএম এম.এস হাসমি, সিনিয়র ডিসিএম রাজেশ কুমার প্রমুখের উপস্থিতিতে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ রেলের তরফে ৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত উড়ালপুলের উদ্বোধন করেন। জানা গিয়েছে, অনুপস্থিত খড়্গপুর (সদর) এর বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় মধ্যপ্রদেশ সরকারের গ্লোবাল সামিটে আমন্ত্রিত হয়ে ইন্দোরে। তাঁর টুইটার অ্যাকাউন্টে সেখানকার ছবিও দেখা গিয়েছে। যদিও এই অনুপস্থিতি নিয়ে ছড়িয়েছে জল্পনা৷

'দুয়ারে সরকার' পেয়েছে রাষ্ট্রপতি পুরষ্কার, যুযুধান দিলীপ ঘোষ ও শিউলি সাহা