দক্ষিণ-পূর্ব রেলের তরফে ঘোষণা করা হল হোলি স্পেশাল ট্রেন। আগামী ৬ মার্চ এই ট্রেন শালিমার থেকে খড়গপুর হয়ে বিহারের জয়নগর পর্যন্ত চলবে। পরের দিন একই পথে ফিরবে। পরের দিন ট্রেনটি জয়নগর থেকে শালিমারের উদ্দেশ্যে যাত্রা করবে। ট্রেনটি স্টপেজ দেবে- সাঁতরাগাছি, খড়গপুর, টাটানগর, চান্ডিল, মুরি এবং বোকারো স্টিল সিটি স্টেশনে।
বিস্তারিত-
০৮১২৭ শালিমার-জয়নগর হোলি স্পেশাল আগামী ৬ মার্চ দুপুর ০২:৫০ মিনিটে শালিমার থেকে যাত্রা শুরু করে পরের দিন বেলা ১১:২৫ মিনিটে জয়নগর পৌঁছাবে।
০৮১২৮ জয়নগর-শালিমার হোলি স্পেশাল ৭ মার্চ সন্ধ্যা ০৭:৩০ মিনিটে জয়নগর থেকে থেকে যাত্রা শুরু করে পরের দিন বিকাল ৪ টের সময় শালিমার পৌছাবে।