Amta Local Accident : লাইনচ্যুত হাওড়া-আমতা লোকাল ট্রেন, বাতিল একাধিক লোকাল

Amta Local Accident : লাইনচ্যুত হাওড়া-আমতা লোকাল ট্রেন, বাতিল একাধিক লোকাল

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

দুর্ঘটনার কবলে লোকাল ট্রেন। লাইনচ্যুত হাওড়া-আমতা লোকাল ট্রেন। ঘটনায় প্রায় ১৫ জন যাত্রী অল্পবিস্তর আহত হয়েছেন বলে খবর স্থানীয় সূত্রে। ঘটনার জেরে বাতিল হয়ে একাধিক লোকাল ট্রেন। ঘটনাস্থলে পৌছেছেন রেলের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা।

রেলের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১২:৫০ নাগাদ হাওড়া থেকে আমতা পথে যাওয়া ৩৮৯০৯ হাওড়া-আমতা লোকালের তিনটি কোচ মাজু হল্টের কাছে জগৎবল্লভপুরের যাদববাটি এলাকায় লাইনচ্যুত হয়। ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় জনা ১৫ যাত্রী অল্প বিস্তর আহত হয়েছেন। যদিও রেলের বুলেটিন অনু্যায়ী এখনও পর্যন্ত আহতের কোনো খবর নেই।

আরও পড়ুন:  Train Cancel : খড়গপুর ডিভিশনে বাতিল বহু ট্রেন, ১০ দিন ধরে কাজ, দেখুন তালিকা

ইতিমধ্যে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন সহ ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। স্থানীয় ভাবে মাজু স্টেশনের রেল কর্মীরা যাত্রীদের জন্য তিনটি গাড়ির ব্যবস্থা করেন। বাতিল হয়েছে
৩৮৯১১ সাঁতরাগাছি-আমতা লোকাল,
৩৮৯১৩ হাওড়া-আমতা লোকাল,
৩৮৯১৫ হাওড়া-আমতা লোকাল
এছাড়া আপ লাইনে ৩৮৯১৩, ৩৮৯১৫ এবং ডাউন লাইনে ৩৮৯১৮, ৩৮৯২০ ট্রেনগুলি বৃহস্পতিবার হাওড়া-বড়গাছিয়া-হাওড়া প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন হিসেবে চলবে।
সাঁতরাগাছি, হাওড়া ও আমতা স্টেশনে রেলের তরফে খোলা হয়েছে হেল্পডেসক সেন্টার। ফোন নম্বরগুলি
সাঁতরাগাছি – 7595073970
আমতা – 9563682759
হাওড়া- 03326382217

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ