BRAKING NEWS

Medinipur : স্বামী জীবিত তবুও বিধবা ভাতা স্ত্রী’র, হেনস্থার অভিযোগ মহিলার

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

স্বামী বেঁচে, তাও বিধবা ভাতা পাচ্ছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের মালিয়ারা এলাকায়। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকা।

জানা গিয়েছে, মালিয়ারা এলাকার বাসিন্দা ফুলু বিবির স্বামী বাবলু মোল্লা জীবিত। কিন্তু তাও ফুলু বিবি নিয়মিত বিধবা ভাতা পেয়ে আসছেন। তাঁর স্বামী পাচ্ছেন বেকার ভাতা। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্য নিরঞ্জন হালদার জানার পর, সম্পূর্ণ বিষয়ে বিডিও অফিস ও পঞ্চায়েত প্রধানের কাছে জানান। ইতি মধ্যে ফুলু বিবিকে বিডিও অফিসে ডেকে পাঠানো হয়েছে৷

Madhyamik Elephant : হাতি নিয়ে সতর্কতা মেদিনীপুরে, মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু, বিশেষ তৎপর বন দফতর

অন্যদিকে ফুলু বিবির অভিযোগ, দুয়ারে সরকারের ক্যাম্পে তিনি ও তাঁর স্বামী বেকার ভাতার আবেদন করেছিলেন। কিন্তু বিধবা ভাতার জন্য আবেদনও করেননি, স্বামীর মৃত্যু সংক্রান্ত কোনো নথিও জমা দেন নি। তিনি কিভাবে বিধবা ভাতার আওতায় এলেন তা নিয়েই প্রশ্ন তুলেছেন ফুলু বিবি। এমনকি তিনি অকারণে হেনস্থার অভিযোগও এনেছেন।

Garbeta Accident : বেপরোয়া বালির গাড়ির ধাক্কা, মৃত মা ও ছেলে