সাংসারিক অশান্তির কারণে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন স্ত্রী। শোকে মুহ্যমান হয়ে জল ট্যাঙ্কের উপর উঠে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন স্বামী। বৃহস্পতিবার সকালে মেদিনীপুর শহরের শেখপুরা এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঘটনাকে কেন্দ্র করে।

জানা গিয়েছে, মেদিনীপুরের ভূইয়াপাড়া এলাকার বাসিন্দা ভিকি পাওয়ারের স্ত্রী পারিবারিক অশান্তির কারণে দিন কয়েক আগে বিষ খান। তিনি মেদিনীপুর শহরেই চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যু সংবাদ পেয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েন ভিকি। শেখপুরা এলাকার জলের ট্যাঙ্কের উপর উঠে আত্মহত্যায় প্রবৃত্ত হন তিনি। প্রত্যক্ষদর্শীরা খবর দেন পুলিশ ও দমকলে।

জনপ্রিয় খবর:  Medinipur Yoga : যোগ উদযাপন চন্দ্রকোনারোডে, উদ্যোগে সিআরপিএফ মহিলা ব্যাটেলিয়ন

যুবককে ট্যাঙ্ক থেকে নামাতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশ ও দমকলের কর্মীদের। প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় তাঁকে বোঝানোর পর নামিয়ে আনা সম্ভব হয়। এরপর মানসিক ভাবে বিপর্যস্ত ভিকিকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পুলিশ কর্মীরা।