চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
ফের পিটিয়ে মারা হল বন্যপ্রাণী।এবার ঘটনাস্থল মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটা এলাকা। জানা গিয়েছে, এলাকার বাসিন্দারা জঙ্গল থেকে লোকালয়ে এসে পড়া একটি হায়নাকে পিটিয়ে মেরে ফেলেছেন। ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বনদপ্তর।
স্থানীয় সূত্রে খবর, দিনকতক ধরেই মুড়াকাটা এলাকার জঙ্গলে কয়েকটি হায়না আস্তানা গেড়েছে। খাবারের সন্ধানে মাঝে মধ্যেই আসছে লোকালয়ে। স্থানীয়দের মাঝে মধ্যে তাড়া করেছে বলেঈ অভিযোগ। যদিও বনদপ্তর জানিয়ে কারও অনিষ্ট হয়নি। ইতিমধ্যে শনিবার দুপুরে একটি হায়না লোকালয়ে চলে আসে। তখনই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। তাঁরা লাঠিবাঁশ নিয়ে, ইঁট ছুঁড়ে হায়নাটিকে কোনঠাসা করে ফেলেন।তারপর তাড়া করে পিটিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ।
স্থানীয় কিছু মানুষের অভিযোগ, কিছু যুবককে হায়নাটিকে মারতে নিষেধ করা হলেও তারা শোনেনি। আঘাত করে প্রাণীটির মাথা থেঁতলে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বনদপ্তর হায়নাটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মেদিনীপুর রেঞ্জ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের সত্যতা বিচার করে অভিযুক্তদের চিহ্নিতকরণের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।