BRAKING NEWS

ICSE Medinipur : দেশে তৃতীয় মেদিনীপুরের মেয়ে, খুশির আমেজ বিদ্যাসাগর শিশু নিকেতনে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

প্রকাশিত হয়েছে আইসিএসই বোর্ডের মাধ্যমিক স্তরের পরীক্ষার ফলাফল। পরীক্ষায় ৪৯৭ নম্বর পেয়ে দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে মেদিনীপুর শহরের মহিকা দে। শহরের মেয়ের সাফল্যে খুশির আমেজ মেদিনীপুরে।

মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতনের ছাত্রী মহিকা। ছাত্রী হিসাবে বরাবরই মেধাবী। ফলে তার ভালো ফলাফলের আশা করেছিলেন শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে বাবা-মা সকলেই। মহিকার ভালো ফলাফলে আপ্লূত স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে অধ্যক্ষাও। স্কুলের জন্য মহিকার ফলাফল গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে ফলাফলে বেশি হইচইকে সমর্থন করছেন না মহিকার শিক্ষিকা মা। তাঁর বক্তব্য, মহিকা সবেমাত্র একটি সোপান অতিক্রম করেছে। এখনও অনেক পথ চলা বাকি।

কৃতী ছাত্রী মহিকা অবশ্য তার ফলাফলের কৃতিত্ব দিচ্ছে, মেন্টর মা ও স্কুলের শিক্ষক শিক্ষিকা ও সেই সঙ্গে চার জন গৃহশিক্ষককে। শিক্ষক বাবা ও শিক্ষিকা মায়ের কৃতী কন্যা ফলাফল ভালো হবে বলেই আশা করেছিল। দিনে ১০ থেকে ১২ ঘন্টা পড়াশোনার পাশাপাশি সময় পেলেই নৃত্যকলার অভ্যাসে ব্যস্ত থাকতো সে। একটি সাফল্যের সাথেই পরবর্তী সাফল্যের জন্য প্রস্তুতি শুরু করেছে সে। পরবর্তীতে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে শুরু করেছে নিট পরীক্ষার প্রস্তুতি।

Leave a Reply