শালবনি গ্রামীণ হাসপাতালে ‘মাদার্স হাট’-এর উদ্বোধন

শালবনি গ্রামীণ হাসপাতালে 'মাদার্স হাট'-এর উদ্বোধন

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

সন্তানসম্ভবা মায়েদের সুচিকিৎসা লক্ষ্যে বুধবার পশ্চিম মেদিনীপুরের শালবনি গ্রামীণ হাসপাতালে ‘মাদার্স হাট’-এর উদ্বোধন করা হল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায়। ‘মাদার্স হাট’-এর উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রানী।

জেলার প্রত্যন্ত গ্রামের গ্রামীণ হাসপাতালগুলিতে বর্তমানে সন্তানসম্ভবা মায়েদের সুরক্ষা, সুচিকিৎসা ও শিশুর সুরক্ষা অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে পরিগণিত হচ্ছে। জেলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফারের চাপ কমানো ও আগাম মায়ের সুচিকিৎসা নিশ্চিত করাও লক্ষ্য। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বুধবার থেকে শালবনি গ্রামীণ হাসপাতালে “মাদার্স হাট” সেই কাজই করবে। এলাকার সন্তানসম্ভবা মায়েদের সুচিকিৎসা ও প্রসবের পনেরো দিন আগে থেকে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ ও সমস্তধরণের সুবিধা নিশ্চিত করা হবে। এইদিন উদ্বোধক পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রানী ছাড়াও উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা সৌম্য সারঙ্গি, এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো প্রমুখরা৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ