রবিবার দিল্লিতে শেষ হয়েছে জি২০ সামিট। এবারে আয়োজক ছিল ভারত। কিন্তু চিরাচরিতভাবে ‘ইন্ডিয়া’ নামের পরিবর্তে প্রেসিডেন্টের আমন্ত্রণ পত্র ও প্রধানমন্ত্রীর বক্তৃতার ডায়াসে ইংরাজিতে ‘ভারত’ নাম ব্যবহার করা হয়েছে। যদিও ভারতের সংবিধানে দেশের দুটি নামেরই উল্লেখ আছে, কিন্তু নাম নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। তারই মাঝে বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। তাঁর হুঁশিয়ারি, “যে ইন্ডিয়া খুঁজবে ব্রিটেনে গিয়ে খুঁজুক। বিজেপি ক্ষমতায় এলে কলকাতা থেকে ব্রিটিশের মূর্তি উপড়ানো হবে।”
দিলীপ ঘোষ বলেছেন, “যাঁরা এতদিন ধরে দেশকে পরাধীন করে রেখেছিল, তাঁদের কোনও চিহ্ন ভারতে থাকবে না। কলকাতার রাস্তা-ঘাটে বহু ব্রিটিশের মূর্তি ছিল। কোথায় এখন? ওইগুলোকে মিউজিয়ামে রাখা রয়েছে।” বিজেপি নেতা জানিয়েছেন, “যে এক-দুটো মূর্তি রয়েছে তাও উপড়ে ফেলব আমরা ক্ষমতায় এলে। এখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি থাকবে। সব পাল্টে দেব আমরা।”
তিনি আরও বলেন, “ইন্ডিয়া পাল্টে ভারত হবে। যার পছন্দ হবে না সে বাইরে চলে যাবে।” ইতিমধ্যেই দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের তরফে তাঁর মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে৷