BRAKING NEWS

Shalboni : টোটো দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রের চিকিৎসায় অনুদান শিক্ষক-শিক্ষিকাদের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগীতার শেষে বাড়ি ফেরার পথে টোটো দুর্ঘটনায় আহত শালবনি ব্লকের সদর উত্তর চক্রের জুয়ালভাঙা প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেনির ছাত্র চিন্ময় মাহাতোর চিকিৎসায় অনলাইন মাধ্যমে অনুদান সংগ্রহ করে সাহায্য করলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

প্রসঙ্গত উল্লেখ্য, শালবনি ব্লকের সদর উত্তর চক্রের জুয়ালভাঙা প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেনির ছাত্র চিন্ময় মাহাতো গত ২৮ শে জানুয়ারি শনিবার ৪ নং বাঁকিবাঁধ আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগীতার শেষে বাড়ি ফেরার পথে টোটো দুর্ঘটনায় গুরুতর আহত হয়। প্রথমে চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে ও পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচারের পরে শিশুটি স্থিতিশীল ও বিপদমুক্ত হলেও তার পরিবারের আর্থিক অবস্থার কারণে জটিল অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসার ব্যয় ভার বহন দুঃসাধ্য হয়ে ওঠে৷ এই পরিস্থিতিতে এগিয়ে এলেন শিক্ষক শিক্ষিকারা।

সদর উত্তর চক্রের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে কনভেনার দেবশ্রী মুখার্জী চক্রে কর্মরত সকল শিক্ষক শিক্ষিকার কাছে আবেদন করেন শিশুটির পরিবারকে আর্থিক সাহায্যের জন্য। শিক্ষক শিক্ষিকারা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে জুয়ালভাঙা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমিত নন্দীকে পাঠান। সেই অনুদানের মাধ্যমে সংগৃহীত ২০ হাজার টাকা এইদিন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কনভেনার দেবশ্রী মুখার্জীর উপস্থিতিতে চিন্ময় মাহাতর পরিবারের হাতে তুলে দেওয়া হল। মানবিকভাবে এগিয়ে আসা সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেবশ্রী মুখার্জী বলেন, “এই সাহায্যটা করতে পেরে গর্বিত বোধ করছি।” প্রয়োজনে পরবর্তীতে পুনরায় চিন্ময়ের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত দুলে ১০ হাজার টাকা সাহায্য করেছেন। অবর বিদ্যালয় পরিদর্শক সৌভিক জানা ১০ হাজার টাকা সাহায্য করেছেন। শালবনি ব্লকের বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি, শালবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও চার নম্বর অঞ্চলের অঞ্চল প্রধানও অর্থ সাহায্যের আশ্বাস দিয়েছেন। সংগঠনের তরফে কার্যকরী সভাপতি বাপ্পা বিষয়ী ও অভিজিৎ ঘোষ এবং সাধারণ সম্পাদক অমিত কুমার মারিক ও পূজা চ্যাটার্জি চিন্ময়ের চিকিৎসার জন্য সাহায্য চেয়ে গত ৩০ শে জানুয়ারি বিভিন্ন স্থানে আবেদন করেন।