BRAKING NEWS

Train Update : স্পেশাল ট্যুরিস্ট ট্রেন, ১১ দিনের দক্ষিণ ভারত সফর

Train Update : স্পেশাল ট্যুরিস্ট ট্রেন, ১১ দিনের দক্ষিণ ভারত সফর, GNE BANGLA

দক্ষিণ ভারত সফরের জন্য আগামী ১৫ ই মার্চ থেকে আইআরসিটিসি-র তরফে চালু হতে চলেছে স্বদেশ দর্শন স্পেশাল ট্যুরিস্ট ট্রেন। খড়গপুর স্টেশনে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে ঘোষণা আইআরসিটিসি-র কলকাতার প্রধান তত্ত্বাবধায়ক সৌরভ চ্যাটার্জির।

দক্ষিণ ভারত সফরের এই স্বদেশ দর্শন স্পেশাল ট্যুরিস্ট ট্রেনটি কাটিহার স্টেশন, মুঙ্গের, ভাগলপুর হয়ে দুমকা এবং কলকাতা থেকে যাত্রী নিয়ে দক্ষিণ ভারতের উদ্দেশ্যে যাত্রা করবে। ট্রেনটি তিরুপতি, রামেশ্বরম, কন্যাকুমারী, মাদুরাই এবং মল্লিকার্জুন পরিদর্শন করবে ১১ ​​রাত/১১ দিনের সফরে।

খড়গপুরে উড়ালপুলের উদ্বোধন দিলীপের, নামকরণ 'চাচাজী’ জ্ঞান সিং সোহনপালের নামে করার প্রস্তাব

বিশেষ ট্রেনটির তিনটি বিভাগের টিকিট থাকবে স্লিপার, থার্ড এসি ও সেকেন্ড এসি। স্লিপার ক্লাসের ভাড়া জনপ্রতি ২০ হাজার ৯০০ টাকা, থার্ড এসি ক্লাসের ভাড়া জনপ্রতি ৩৪ হাজার ৫০০ টাকা এবং সেকেণ্ড এসি ক্লাসের ভাড়া জনপ্রতি ৪৩ হাজার টাকা। যাত্রীদের জন্য নিরামিষ খাবার, এসি বাস, ট্যুর এসকর্ট, নিরাপত্তা কর্মী, ভ্রমণ বীমার ব্যবস্থা থাকবে। ঘুড়িয়ে দেখানো হবে সব দর্শনীয় স্থানগুলি। স্থানগুলিতে থাকার জন্য নন এসি/এসি ও বাজেট হোটেলের ব্যবস্থা থাকবে।

খড়গপুরের উড়ালপুল উদ্বোধনে অনুপস্থিত হিরণ, তাৎপর্যপূর্ণ মন্তব্য দিলীপের