ফুল চাষে পশ্চিম মেদিনীপুরে বঙ্গে বিশেষ ভাবে উজ্জ্বল। কিন্তু এখন সেই ফুলের বাগানের সুবাস রাজ্য-দেশ ছাড়িয়ে বিশ্বের দরবারে। পশ্চিম মেদিনীপুরের জকপুরের বাসিন্দা প্রণবীর মাইতির গোলাপ বাগান এশিয়ার বৃহত্তম।
- Advertisement -
সুদূর বিস্তৃত এলাকা জুড়ে একের পর এক নয়নাভিরাম গোলাপ। বিভিন্ন রঙে চোখ আর মনে তৈরি করবে স্নিগ্ধতা। প্রায় ২৫০০ থেকে ৩০০০ প্রজাতির গোলাপ রয়েছে প্রণবীরবাবুর বাগানে।
- Advertisement -
পশ্চিম মেদিনীপুরের জকপুরের প্রণবীর মাইতির গোলাপের বাগান এশিয়ার মধ্যে সর্ববৃহৎ। #Rose #Cultivation #WestMedinipore pic.twitter.com/yDf2WJy40F
- Advertisement -
— DD Bangla News (@DDBanglaNews) February 3, 2022
তার মধ্যে রয়েছে বিভিন্ন হাইব্রিড, বিলুপ্তপ্রায় প্রজাতি। তাঁর নিজের কথায়, ‘বিভিন্ন হারিয়ে যাওয়া প্রজাতি পুনরুদ্ধার করতে, গবেষণার প্রয়োজনে এবং নতুন হাইব্রিড প্রজাতি তৈরি করতে ভিন্ন প্রজাতির গোলাপ সংরক্ষণের প্রয়োজন আছে।’