BRAKING NEWS

কন্যাশ্রী কাপে সর্বোচ্চ গোলদাতা জঙ্গলমহলের কন্যা, গোল্ডেন বুট পেলেন সুজাতা মাহাতো

কন্যাশ্রী কাপে সর্বোচ্চ গোলদাতা জঙ্গলমহলের কন্যা, গোল্ডেন বুট পেলেন সুজাতা মাহাতো, GNE BANGLA

কন্যাশ্রী কাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট পেলেন সুজাতা মাহাতো। ট্রায়ালের মাধ্যমে নির্বাচিত হয়ে কন্যাশ্রী কাপে সুরুচি সংঘের হয়ে প্রথম একাদশে খেলেন তিনি। টুর্নামেন্টে মোট ২৩ টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হন সুজাতা।

গত বছরের নভেম্বর মাসে কলকাতার সুরুচি সংঘ মেদিনীপুর থেকে মহিলা ফুটবলার বেছে নিতে মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মেদিনীপুর শ্রী অরবিন্দ স্টেডিয়ামে মহিলা ফুটবল ট্রায়ালের আয়োজন করেছিল। সেই ট্রায়ালে নির্বাচিত হন ১১ জন মহিলা ফুটবলার। সেই দলে ছিলেন শালবনী জাগরণের মহিলা ফুটবলার সুজাতা মাহাতো। এরপরে সুরুচি সংঘের হয়ে কন্যাশ্রী কাপে সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি।

দেবী চক্রবর্তী স্পোর্টস অ্যাসোসিয়েশনের বাণী বন্দনার উদ্বোধনে অভিনেত্রী শ্রাবন্তী

গোল্ডেন বুট জয়ী সুজাতা মাহাতো নিজের সাফল্য নিয়ে জানিয়েছেন, শালবনী জাগরণের হয়েই তাঁর ফুটবল শুরু। পরবর্তীতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন ব্যক্ত করেছেন তিনি৷ মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ জানান, “আমরা অত্যন্ত গর্বিত। শালবনী জাগরণ ফুটবল একাডেমির ছাত্রী সুজাতা মাহাতো আমাদের শালবনীর গর্ব। আমরা আশা রাখছি, পরবর্তীতে তিনি বাংলা মহিলা ফুটবল দল ও জাতীয় মহিলা ফুটবল দলের হয়ে খেলবেন।”

মেদিনীপুরে রক্তদান শিবির, আয়োজনে এসএফআই-ডিওয়াইএফআই