BRAKING NEWS

Chakradharpur Express : বিষ্ণুপুরের পর শালবনী ও চন্দ্রকোনা রোডে স্টপেজের দাবি

স্থানীয়দের দাবি মেনে আগামী ১৫ মে থেকে বিষ্ণুপুর স্টেশনে স্টপেজ দিতে চলেছে হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস। এবার জোরদার হল দীর্ঘদিন ধরে ওঠা শালবনী ও চন্দ্রকোনা রোডে স্টপেজের দাবিও।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা কালের আগে ১৮০১১/১৮০১২ হাওড়া-চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস শালবনী, চন্দ্রকোনা রোড, বিষ্ণুপুর স্টেশনে থামতো। কিন্তু করোনা কালের পরে ট্রেনটি উক্ত স্টেশনগুলিতে স্টপেজ দেওয়া বন্ধ করে দেয়। যার ফলে অসুবিধায় পড়েন জঙ্গলমহলবাসী। স্থানীয় যাত্রীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন স্টপেজ ফিরিয়ে দেওয়ার জন্য। রেল দফতরের কাছে বারংবার ডেপুটেশনও দেওয়া হয়েছে। অবশেষে যাত্রীদের দাবিকে মান্যতা দিয়ে পরীক্ষামূলক ভাবে বিষ্ণুপুর স্টেশনে স্টপেজ দেওয়ার বার্তা এসেছে রেলের তরফে।

কিন্তু শালবনী ও চন্দ্রকোনা রোডে স্টপেজ দেওয়ার বিষয়ে কিছু জানানো হয়নি। কলকাতা যাত্রী জঙ্গলমহলের বহু মানুষ এই ট্রেনটির উপর নির্ভরশীল। করোনাকালের পর একাধিক স্টেশনে স্টপেজ বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা। এখন বিষ্ণুপুরে স্টপেজের বিষয়টি মান্যতা পাওয়ার পরে নতুন করে দাবি উঠছে শালবনী ও চন্দ্রকোনা রোডে স্টপেজ ফিরিয়ে দেওয়ার।

Leave a Reply