Jhargram: নৃত্যে উজ্জ্বল ঝাড়গ্রামের কন্যা! কেন্দ্রীয় স্কলারশিপ পেল ১১ বছরের সমৃদ্ধি

Jhargram: নৃত্যে উজ্জ্বল ঝাড়গ্রামের কন্যা! কেন্দ্রীয় স্কলারশিপ পেল ১১ বছরের সমৃদ্ধি

নৃত্যে উজ্জ্বল ঝাড়গ্রামের মেয়ে ১১ বছরের নৃত্য শিল্পী সমৃদ্ধি মাহাতো। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন সিসিআরটি তথা সেন্টার ফর কালচারাল রিসোর্সেস এন্ড ট্রেনিং কর্তৃক প্রদত্ত স্কলারশিপ পেল সে৷ ঝাড়গ্রাম জেলা থেকে এই প্রথম কোন নৃত্যশিল্পী এই স্কলারশিপ পেল।

সম্প্রতি সিসিআরটি তথা সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং কর্তৃক প্রদত্ত স্কলারশিপের ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ বর্ষের ফলাফল প্রকাশিত হয় এই রাজ্য থেকে মাত্র দুই জন নৃত্যশিল্পী এই স্কলারশিপ পেয়েছে। তাদের মধ্যে ঝাড়গ্রাম শহরের বাসিন্দা সমৃদ্ধি মাহাতো একজন। ১১ বছরের সমৃদ্ধি নয়াগ্রামের বালিগেড়িয়া গ্রামের বাসিন্দা। বাবার চাকরির সুবাদে ঝাড়গ্রাম শহরেই রানী বিনোদ মঞ্জুরী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সে। সিসিআরটি প্রতিবছর ১০ থেকে ১৪ বছর বয়সি প্রতিভাবানদের বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে স্কলারশিপ দিয়ে থাকে। ২০২১-২২ বর্ষে রবীন্দ্র সংগীত শিল্পী হিসাবে সেই স্কলারশিপের জন্য রাজ্য থেকে সমৃদ্ধি মনোনীত হয়েছে। স্কলারশিপে প্রতি বছর সে ৩৬০০ টাকা করে পাবে। সমৃদ্ধির মা তার এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন সমৃদ্ধির নৃত্য শিক্ষিকা তথা টেগোর চিলড্রেন মিউজিয়ামের শিক্ষিকা শ্রেয়া মাহাতোকে।

টেগোর চিলড্রেন মিউজিয়ামের রবীন্দ্র নৃত্য বিভাগের শিক্ষিকা শ্রেয়া মাহাতো রবীন্দ্র নৃত্যের প্রখ্যাত শিল্পী এবং দুটি বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নৃত্য বিভাগের অতিথি অধ্যাপিকা। শিক্ষিকা হিসাবে সমৃদ্ধির সাফল্যে গর্ব ও আনন্দ ব্যক্ত করে তিনি জানিয়েছেন, সিসিআরটি থেকে ঝাড়গ্রামের প্রথম রবীন্দ্র নৃত্য শিল্পী হিসাবে সমৃদ্ধির এই সাফল্য। রবীন্দ্র নৃত্যের শিল্প চারিদিকে আরও ছড়িয়ে পড়বে বলে তিনি আশা ব্যক্ত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ