ভোট পূর্ববর্তী ও পরবর্তী হিংসার মামলার তদন্ত ভার এখন সিবিআই এর হাতে। সেই মামলায় পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঝাড়গ্রামে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান স্বপন পৈলা ও বুথ সভাপতি শৈলেন গিরি সহ ৯ জন গ্রেপ্তার হলেন।
বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণের ৫ দিন আগে ঝাড়গ্রাম থানার আগুইবুনি এলাকার তৃণমূল কর্মী দুর্গা সরেনকে মারধর করে দুষ্কৃতীরা। ঘটনায় মৃত্যু হয় তাঁর। অভিযোগ দায়ের হয়েছিল একাধিক বিজেপি কর্মীর বিরুদ্ধে। গ্রেপ্তার হন দুই জন বিজেপি কর্মী। ঘটনার পরে আগুইবুনি বিজেপি কর্মী তারক সাই-এর উপর তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। সেই মামলায় এবার পদক্ষেপ নিলো সিবিআই।