Jhargram : ঝাড়গ্রামের গৃহবধূর সাফল্যের উড়ান, ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিকসে রুপো ও ব্রোঞ্জ

Jhargram : ঝাড়গ্রামের গৃহবধূর সাফল্যের উড়ান, ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিকসে রুপো ও ব্রোঞ্জ

ফের সাফল্য ঝাড়গ্রামের গৃহবধূ নন্দিনী মাহাতোর। ২০২৩ এর ৪৩ তম ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসিপে ২০০০ মিটার ট্রিপল চেস ও ১৬০০ মিটার রিলে রেস বিভাগে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়ে রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয় করেছেন তিনি।

আরও পড়ুন:  Fake Maoist : চাকরির আবেদন ‘ভুয়ো মাওবাদী’দের, অভিযোগ খোদ এডিজি-র, খতিয়ে দেখার আশ্বাস

ঝাড়গ্রামের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের আউলিগেড়িয়া গ্রামের বাসিন্দা এর আগেও একাধিক সাফল্য পেয়েছেন। খেলাধূলার সঙ্গে গ্রামের শিশুশিক্ষা কেন্দ্রের কর্মী তিনি। এর আগে তামিলনাড়ুতে অনুষ্ঠিত ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ২০২২ এ ৫০ বছর ঊর্ধ্ব বিভাগে ১৫০০ মিটারে খালি পায়ে দৌড়ে স্বর্ণপদক পান৷ এবারে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে গত ১৪ থেকে ১৮ ই ফেব্রুয়ারি মাস্টার্স অ্যাথলেটিকস ফেডারেশন অফ ইন্ডিয়ার আয়োজনে বসেছিল ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর আসর। সেখান থেকেই রাজ্য তথা জেলাকে সাফল্য এনে দিলেন ঝাড়গ্রামের গৃহবধূ।

আরও পড়ুন:  Jhargram : অরণ্য শহরে একাধিক ‘রং পরব’ ও ‘বসন্ত উৎসব’, রঙের উৎসবের আগে সেজে উঠছে ঝাড়গ্রাম

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ