রাজ্যের মন্ত্রী বিরবাহার হাঁসদার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠলো ঝাড়গ্রাম মেডিকেল কলেজের ডাক্তারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে।

জানা গিয়েছে, সোমবার রাতে ঝড়বৃষ্টির সময় গুরুতর আহত হন লালগড়ের এক মহিলা। তাঁকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে আনা হয়। খবর পেয়ে আসেন মন্ত্রী স্বয়ং। আহত মহিলাকে ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে নিয়ে যাওয়া হলে উপস্থিত ছিলেন তিনি। অভিযোগ, সেই সময়ে কর্তব্যরত চিকিৎসক মন্ত্রীর সামনেই রোগিণীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেন। মন্ত্রী তখন ডাক্তারের নাম জানতে চাইলে তিনি মন্ত্রীর সঙ্গেও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। প্রতিবাদে হাসপাতালের সিড়িতে বসে পড়েন মন্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মেডিকেল কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁদের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান বিরবাহা।

জনপ্রিয় খবর:  Kurmi Arrest : ফের গ্রেপ্তার কুড়মি আন্দোলনকারী, পুলিশি অত্যাচারের অভিযোগ, ৬ জুন কুড়মি সমাবেশ

মন্ত্রীর অভিযোগ, অনেক সময়েই সরকারি হাসপাতালগুলিতে রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। চিকিৎসকদের ভগবানের সমতুল্য বলে উল্লেখ করে তিনি বলেন, রোগী ও রোগীর পরিজনেরা তাঁদের কাছে একটু সহমর্মিতা ও ভালো ব্যবহার প্রত্যাশা করেন।