Train Cancel : ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু যাবে না পুরো পথ, বাতিল বেশ কয়েকটি ট্রেন

Train Cancel : ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু যাবে না পুরো পথ, বাতিল বেশ কয়েকটি ট্রেন

দক্ষিণ-পূর্ব রেলের তরফে মার্চের প্রথম সপ্তাহে আদ্রা ডিভিশনে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। কিছু ট্রেনের সূচীরও পরিবর্তন করা হয়েছে। উন্নয়নমূলক কাজের জন্য সূচীর এই পরিবর্তন নোটিশ সহ জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের তরফে।

বাতিল ট্রেন-

১৩৫১২/১৩৫১১ আসানসোল-টাটানগর-আসানসোল এক্সপ্রেস ৩ মার্চ বাতিল
১৮১১৬/১৮১১৫ চক্রধরপুর-গোমো-চক্রধরপুর মেমু এক্সপ্রেস ৩ মার্চ ও ৪ মার্চ বাতিল

আরও পড়ুন:  Jhargram : আদালত চত্বরে উদ্ধার বাচ্চা পেঁচা, বনদপ্তরের হাতে সমর্পণ ঝাড়গ্রাম জেলা ও দায়রা বিচারক সুতনুকা নাগের

সম্পূর্ণ দূরত্ব চলবে না-

০৮১৭৩/০৮১৭৪ আসানসোল-টাটানগর-আসানসোল মেমু স্পেশাল ২ মার্চ, ৩ মার্চ, ৪ মার্চ পুরুলিয়া পর্যন্ত চলবে ও সেখান থেকেই ফিরবে।
১৩৩০১/১৩৩০২ ধানবাদ-টাটানগর-ধানবাদ সুবর্ণরেখা এক্সপ্রেস ৩ মার্চ, ৪ মার্চ আদ্রা পর্যন্ত চলবে এবং আদ্রা থেকে ফিরবে।
০৮৬৪৭/০৮৬৪৮ আদ্রা-বরাভূম-আদ্রা মেমু স্পেশাল ৩ মার্চ, ৪ মার্চ পুরুলিয়া পর্যন্ত চলবে ও সেখান থেকেই ফিরবে।
০৮৬৯৭/০৮৬৯৮ ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু স্পেশাল ২ মার্চ, ৩ মার্চ, ৪ মার্চ চান্ডিল পর্যন্ত চলবে ও সেখান থেকেই ফিরবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ