BRAKING NEWS

Jhargram Recruitment : জেলা স্বাস্থ্য বিভাগে একাধিক নিয়োগ, জানুন বিস্তারিত

একাধিক পদে নিয়োগ হবে ঝাড়গ্রাম জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে। সেই মর্মে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিও। কনসাল্ট্যান্ট কোয়ালিটি মনিটরিং, ভিডিবি টেকনিক্যাল সুপারভাইজর, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ হবে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে।

পদ – কনসাল্ট্যান্ট কোয়ালিটি মনিটরিং
শূন্যপদ – ১টি
বয়সসীমা- অনূর্ধ্ব ৪০ বছর
বেতন- মাসে ৩৫ হাজার টাকা
পদ- ভিডিবি টেকনিক্যাল সুপারভাইজর
শূন্যপদ- ১টি (এসসি)
বয়সসীমা- ২১ বছর থেকে ৪০ বছর
বেতন- মাসে ২২ হাজার টাকা
পদ- ল্যাবরেটরি টেকনিশিয়ান
শূন্যপদ- ২টি
বয়সসীমা- ২১ বছর থেকে ৪০ বছর
বেতন- মাসে ২২ হাজার টাকা

বিভিন্ন আবেদনের উপায়, পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা জানতে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের ওয়েবসাইটে রিক্রুটমেন্ট নোটিশ দেখুন অথবা নীচে ক্লিক করুন।

রিক্রুটমেন্ট নোটিশ দেখুন

আবেদনের শেষ দিন – ৮ ই মে, ২০২৩
আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে নীচে ক্লিক করুন।
আবেদন করুন সরাসরি এখানে 

 

 

Leave a Reply