BRAKING NEWS

Bankura : ফের অবৈধভাবে বালি পরিবহন, আটক নম্বর প্লেটবিহীন ট্রাক্টর

Bankura : ফের অবৈধভাবে বালি পরিবহন, আটক নম্বর প্লেটবিহীন ট্রাক্টর, GNE BANGLA

বাঁকুড়ার বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে নদীখাত থেকে বালি তোলার অভিযোগ এসেছে একাধিক বার। গত বুধবার সন্ধ্যায় জয়পুর থানা নম্বর প্লেটবিহীন দুটি ট্রাক্টরকে আটক করার পর গ্রেফতার করেছিল অবৈধভাবে বালি পরিবহনের জন্য ট্রাক্টরের মালিক ও চালককে। এবার ফের একই অভিযোগে গ্রেপ্তার।

জয়পুর থানার পুলিশ পুনরায় অবৈধভাবে বালি পরিবহনের জন্য একটি নম্বর প্লেট বিহীন ট্রাক্টর আটক করেছে। গ্রেপ্তার করা হয়েছে চালককে। পুলিশ জানিয়েছে, গত বার গ্রেপ্তার হওয়া চালক ও খালাসিদের আদালতে পেশ করেছে পুলিশ৷