BRAKING NEWS

Purulia School Close : শিক্ষক ২ জন ও ছাত্র ৭ জন পুরুলিয়ার স্কুলে, বন্ধের সুপারিশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

কিছুদিন আগেই রাজ্যের যে স্কুলগুলিতে ছাত্রী সংখ্যা ৩০ জনের কম সেইগুলির তালিকা প্রকাশ করেছিল শিক্ষা দফতর। তখনই পরিষ্কার হয়ে জঙ্গলমহলের বহু স্কুলের হতশ্রী দশা। এবার একটি বদলির মামলায় পুরুলিয়ার বেলগোড়িয়ার প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া সংখ্যা ৭ জন ও শিক্ষক ২ জানতে পেরে জেলা স্কুল পরিদর্শককে স্কুল বন্ধের সুপারিশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Jnaneswari Express Accident : জামিনে মুক্ত জ্ঞানেশ্বরী কান্ডে অভিযুক্ত ১১ জন, সিবিআই-কে তিরস্কার আদালতের

সম্প্রতি একাধিক শিক্ষকের বদলি মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে। কম পড়ুয়া থাকা স্কুল বন্ধ করার বা স্কুল সংযুক্ত করতে রাজ্যকে পরামর্শ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এরই মধ্যে গত ২৭ ফেব্রুয়ারি এক শিক্ষক বদলি সংক্রান্ত মামলায় পুরুলিয়ার চেকুয়া প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া সংখ্যা ৭ জন ও শিক্ষক ২ জানতে পারেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপরেই বিষয়টি খতিয়ে দেখে পুরুলিয়া জেলা স্কুল পরিদর্শককে স্কুল বন্ধ করার সুপারিশ করেন বিচারপতি।

TET Scam : মানিক ভট্টাচার্যের সম্পত্তি বাজেয়াপ্ত, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের