কাঁথি পুরসভায় তৃণমূল ঝড়, অধিকারী পরিবারের পরাজয় চার দশক পর

রাজ্য জুড়ে পুরসভা ভোটে তৃণমূল ঝড়ের মাঝে সম্মানের লড়াইয়ে হারল শুভেন্দু অধিকারী তথা অধিকারী পরিবার। দীর্ঘ প্রায় চার দশক পরে কাঁথি পুরসভা হাতছাড়া হল অধিকারী পরিবারের। বিপুল জয় পেল ঘাসফুল।

পুরভোটে কাঁথি পুরসভায় মোট ২১টি আসনের মধ্যে ১৭টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীর বিজেপি জিতেছে মাত্র তিনটি আসনে। এমনকি কাঁথি উত্তরের বিজেপি বিধায়ক সুমিতা সিংহ ৭৭ ভোটে হেরে গিয়েছেন। যা অধিকারী পরিবারের প্রতি ‘অধিকারীগড়’ হিসেবে পরিচিত কাঁথির আনুগত্যের অভাব বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:  “শুভেন্দুকে দিয়ে বীরবাহার জুতো পালিশ” করানোর হুমকি কুনাল ঘোষের

অন্যদিকে গতকাল কাঁথিতে তৃণমূলের ভোটলুঠ ও সন্ত্রাসের অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন সৌমেন্দু অধিকারী। একই কারণে কাঁথিতে মোমবাতি মিছিল করেছেন শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক অখিল গিরি বলেছেন, ‘‘‘কাঁথির ভোট বাতিলের দাবিতে হাই কোর্টে মামলা থেকে গণনার আগের রাতে কাঁথি শহরে মোমবাতি মিছিল করে শুভেন্দু নিজের রাজনৈতিক ব্যর্থতাকেই ঢাকার চেষ্টা করেছেন।’’ অধিকারীদের হার সম্পর্কে তাঁর ব্যাখ্যা, “অধিকারী পরিবার দীর্ঘদিন ধরে কাঁথি পুরসভায় একচ্ছত্র শাসন করে স্বজনপোষণ এবং দুর্নীতি করেছে। কাঁথির মানুষ তাদের বিরুদ্ধে। তারা মানুষের জন্য কাজ করেনি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ