খড়গপুর ডিভিশনে যাত্রা শুরু করতে চলেছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া-পুরী শাখায় চলবে এই এক্সপ্রেস৷ ছুঁয়ে যাবে খড়গপুর স্টেশনও।

খড়গপুর রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, দেশের ১৬ তম বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে খড়গপুর ডিভিশন৷ সম্প্রতি নতুন ট্রেন তৈরি হয়ে এসে পৌঁছেছে সাঁতরাগাছি কারশেডে। আপাতত চলবে ট্রায়াল রান। তারপরেই হাওড়া-পুরী রুটে শুরু হবে খড়গপুর ডিভিশনের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা।

জনপ্রিয় খবর:  IIT Kharagpur : ছাত্র ফাইজান আহমেদের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

রেল সূত্রে খবর, হাওড়া থেকে পুরী যেতে অন্যান্য এক্সপ্রেস ট্রেনের সাধারণত ৮-৯ ঘন্টা সময় লাগে৷ বন্দে ভারত সেই দূরত্ব অতিক্রম করবে সাড়ে পাঁচ ঘন্টায়। স্টপেজ দিতে পারে খড়গপুর, কটক ও ভুবনেশ্বর স্টেশনে৷ এখন নতুন ঘোষণার জন্য অপেক্ষা শুরু হল মেদিনীপুর তথা রাজ্যের ভ্রমণ পিপাসুদের।