চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
কুড়মিদের নিয়ে দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত জঙ্গলমহল। বুধবার খড়গপুরে দিলীপ ঘোষের বাংলো ঘেরাও করে বিক্ষোভ কুড়মিদের। হল বাংলোর গেট ভাঙার চেষ্টা। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিও বাঁধে আন্দোলনকারীদের। বাংলোর সামনে পোড়ানো হয় দিলীপ ঘোষের কুশপুত্তলিকা। “কাপড় খোলা” মন্তব্যের জন্য দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেছেন কুড়মি আন্দোলনকারীরা।

অবস্থানে অজিত মাহাতো
কুড়মিদের অবস্থান বিক্ষোভ

ঘটনার সূত্রপাত গত রবিবার। ঐ দিন লালগড়ের ধরমপুরে দলীয় সভায় যাওয়ার পথে ঝাড়গ্রামের বামাল এলাকায় কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। বিক্ষোভে কুড়মিদের তরফে দিলীপের কাছে জানতে চাওয়া হয়, তিনি কুড়মি সমাজের জন্য কী করেছেন? খেমাশুলির আন্দোলনে চাল-ডাল পাঠিয়ে কুড়মি আন্দোলনকারীদের খাওয়ানোর দাবি করেন দিলীপ। এই বক্তব্যের বিরোধিতা করে প্রমাণের দাবি জানিয়ে দিলীপ ঘোষকে জঙ্গলমহলে নিষিদ্ধ ঘোষণা করার হুঁশিয়ারি দেয় কুড়মিরা। তারই প্রেক্ষিতে সোমবার ফের খোলেন দিলীপ ঘোষ। বলেন, “ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেবো আমি।” সহযোগিতা নেওয়া নেতাদের নামধাম সংবাদমাধ্যমে প্রকাশের হুঁশিয়ারিও দেন।

জনপ্রিয় খবর:  Jhargram : কুড়মিদের কাছে দুঃখ প্রকাশ তৃণমূলের জেলা সভাপতির, বিতর্কিত মন্তব্যের জের

পুড়ছে দিলীপ ঘোষের কুশপুত্তলিকা

এরপরেই কুড়মি সমাজের তরফে বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে জঙ্গলমহলের একাধিক জায়গা। জায়গায় জায়গায় দিলীপ ঘোষের কুশপুত্তলিকা পোড়ানো হয়। বুধবার খড়গপুরে বিজেপি সাংসদের বাংলো ঘেরাও করা হয়। দিলীপের বাংলোর বাইরের লোহার গেট ভাঙার চেষ্টা হয়। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। পোড়ানো হয় দিলীপ ঘোষের কুশপুত্তলিকা। কুড়মি সমাজের অন্যতম নেতা অজিত মাহাতো, দিলীপ ঘোষের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। অন্যতা জঙ্গলমহলের থানায় থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

জনপ্রিয় খবর:  Kurmi Jhargram : রাজেশ মাহাতো সহ ৯ জন নেতার গ্রেপ্তারির প্রতিবাদে মিছিল কুড়মিদের

পুলিশে ছয়লাপ দিলীপের বাংলো

অন্যদিকে কিছু জায়গায় দিলীপের বাংলোয় ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। কুড়মিদের তরফে পরিমল মাহাতো সেই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “কুড়মিরা শান্তিপ্রিয় জাতি। ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।” তিনি অভিযোগ এনেছেন, “আমরা খবর পেয়েছি, আমাদের সঙ্গে আরএসএস-এর কিছু লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।” দিলীপ ঘোষ ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন পরিমল।