Kharagpur : খড়গপুরের পৌরপ্রধান কল্যাণী ঘোষ, দলীয় তরফে ঘোষণা তৃণমূলের

Kharagpur : খড়গপুরের পৌরপ্রধান কল্যাণী ঘোষ, দলীয় তরফে ঘোষণা তৃণমূলের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

প্রায় সাড়ে ৩ মাস পর খড়গপুর পৌরসভার চেয়ারম্যানের নাম ঘোষণা করল জেলা তৃণমূল। খড়গপুর পৌরসভার নতুন পৌরপ্রধান হলেন কল্যাণী ঘোষ।

মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের দলীয় অফিসে সাংবাদিক বৈঠকে কল্যাণী ঘোষকে খড়গপুর পৌরসভার নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন দলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা। উপস্থিত ছিলেন খড়গপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান তৈমুর আলী।

প্রসঙ্গত উল্লেখ্য, খড়গপুর পৌরসভা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল সমস্যা। পূর্বতন চেয়ারম্যান প্রদীপ সরকারের বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূলের ১৫ জন কাউন্সিলর। প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা এবং বৃহস্পতিবার জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে দেখা করে সমস্যার কথা জানান কাউন্সিলররা। তারপর প্রদীপ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দলের ২৫ জন কাউন্সিলরের মধ্যে ২০ জন কাউন্সিলর অনাস্থা জানিয়ে চিঠি দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরপরে তৃণমূলের জেলা নেতৃত্ব বারংবার বিদ্রোহী কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসলেও সমস্যার সমাধান হয়নি। পরে দলের নির্দেশে পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন প্রদীপ সরকার। তারপর থেকেই খড়গপুর পৌরসভার চেয়ারম্যান পদ ফাঁকা ছিল। কার্যনির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন উপ পৌরপ্রধান তৈমুর আলী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ