BRAKING NEWS

Medinipur : লং জাম্পে জেলায় প্রথম খসলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী রিলোমালা টুডু

জেলা স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্পে প্রথম স্থান অধিকার করলো খসলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী রিলোমালা টুডু। পশ্চিম মেদিনীপুরের তরফে এবার রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে রিলোমালা।

এইদিন ছিল সদর উত্তর চক্রের ছাত্র ছাত্রীদের জেলা স্কুল ক্রীড়া প্রতিযোগিতা।লং জাম্পে প্রথম হয়ে খসলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী রিলোমালা টুডু রাজ্য স্তরে জেলার প্রতিনিধিত্ব করবে। অন্যদিকে খসলা প্রাথমিক বিদ্যালয়েরই ছাত্রী সুস্মিতা হেমরম লং জাম্পে দ্বিতীয় স্থান অধিকার করেছে।

Abhishek Banerjee : "নিজেদের মধ্যে রেষারেষি করতে গিয়ে দলের ক্ষতি করবেন না", বার্তা অভিষেকের