Medinipur-Suvendu : শুভেন্দুকে ঝাঁকরায় সভা করার অনুমতি হাইকোর্টের, সঙ্গে থাকছে শর্ত

Medinipur-Suvendu : শুভেন্দুকে ঝাঁকরায় সভা করার অনুমতি হাইকোর্টের, সঙ্গে থাকছে শর্ত

অবশেষে শুভেন্দু অধিকারীকে ঝাঁকরা হাইস্কুলের মাঠে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঝাঁকরা হাই স্কুলের মাঠে শান্তিপূর্ণ ভাবে সভা করার অনুমতি দিয়েছেন।

সোমবার দুপুরে চন্দ্রকোনার ঝাঁকরা হাই স্কুলের মাঠে শুভেন্দু অধিকারীর সভা নিয়ে জটিলতার সৃষ্টি হয়। রবিবার চন্দ্রকোনা টাউন থানার তরফে চন্দ্রকোনা টাউন বিজেপির দক্ষিণ মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্টকে চিঠি দিয়ে সভায় অনুমতি বাতিল করা হয়। চিঠিতে চন্দ্রকোনা থানার ওসি রবি স্বর্ণকারের তরফে জানানো হয়, ঝাঁকড়া হাইস্কুলের প্রধান শিক্ষক স্কুলের মাঠে সভার অনুমতি দিলেও স্কুলের পরিচালন সমিতির তরফে চিঠি দিয়ে সেই অনুমতি বাতিল করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, স্কুলের মাঠে সভার অনুমতি প্রদানের বিষয়টি প্রধান শিক্ষকের এক্তিয়ারের বাইরে। এছাড়াও চিঠিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ২ রা এপ্রিল বিজেপির দক্ষিণ মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্টকে চিঠি দিয়ে প্রদেয় অনুমতি বাতিল করেছেন।

আরও পড়ুন:  Elephant : ৭০টি হাতি বাঁকুড়া থেকে পশ্চিম মেদিনীপুরে, আশঙ্কা বাড়ছে জেলা জুড়ে

এই চিঠি প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্কের সৃষ্টি হয় রাজনৈতিক মহলে। অনুমতি না মিললেও ঐ মাঠেই সভা করার কথা ঘোষণা করে বিজেপি। টুইট করে শুভেন্দু জানান, সোমবার দুপুর সাড়ে ৩টে নাগাদ তিনি চন্দ্রকোনা যাচ্ছেন। সেখান কৃষকদের সাথে কথা বলবেন। সব মিলিয়ে জেলার রাজনৈতিক পরিস্থিতি জটিল হচ্ছিল। তারই মধ্যে সোমবার শুভেন্দু অধিকারীকে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন:  Justice Ganguly : “মানিকের জুতোয় পা গলাবেন না”, পর্ষদ সভাপতিকে হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ