চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
খড়গপুর আইআইটি-র ছাত্র ফাইজান আহমেদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বার দেহের ময়নাতদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট খতিয়ে দেখে মঙ্গলবার এই নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থা।
- Advertisement -
গত বছরের ১৪ ই অক্টোবর আইআইটি খড়গপুরের হোস্টেল থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়া ফাইজান আহমেদের (২২) দেহ উদ্ধার করে খড়গপুর টাউন থানার পুলিশ। তাঁর পরিবারের তরফে পড়ুয়াকে খুনের অভিযোগ আনা হয়। অভিযোগ করা হয় র্যাগিং-এর। খড়গপুর আইআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে সত্য গোপনের অভিযোগও আনা হয়৷ মামলা হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে৷ পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট উল্লেখ করে জানায়, পড়ুয়া আত্মহত্যা করেছেন। আইআইটি’র ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে বলা হয়, মৃত্যুতে প্রতিষ্ঠানের কোনও দায় নেই। চাকরি না পেয়ে হতাশায় পড়ুয়া আত্মহত্যা করেছেন। কিন্তু আদালতের তরফে, ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ফরেন্সিক বিশেষজ্ঞ এ কে গুপ্তর নেতৃত্বাধীন কমিটির কাছে মতামত চাওয়া হয়।
এরপর ফরেন্সিক কমিটি রিপোর্টে জানিয়েছে, মৃত পড়ুয়ার দেহে আঘাতের চিহ্ন ছিল। রিপোর্ট দেখে বিচারপতি মান্থা মঙ্গলবার ফাইজানের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন। এক মাসের মধ্যে কলকাতা মেডিকেল কলেজে ময়নাতদন্ত করতে হবে।