কুড়মালি-সাঁওতালি ভাষা নিয়ে হবে গবেষণা, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ স্বাক্ষর

কুড়মালি-সাঁওতালি ভাষা নিয়ে হবে গবেষণা, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ স্বাক্ষর

কুড়মালি, সাঁওতালি, সংস্কৃত ও পালি ভাষা নিয়ে পঠনপাঠন, গবেষণা ও সাংস্কৃতিক সংরক্ষণের প্র‍য়াসে ঝাড়গ্রামের সাধু রাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়, পুরুলিয়ার সিধু কানহো বিরসা বিশ্ববিদ্যালয় ও কলকাতার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ স্বাক্ষরিত হল ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডি এন্ড রিসার্চের।

শনিবার কলকাতায় বিলুপ্তপ্রায় ভাষার চর্চায় আইএলএসআরের সঙ্গে চুক্তিবদ্ধ হয় রাজ্যের তিন বিশ্ববিদ্যালয়। মৌ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা আইএলএসআরের চেয়ারম্যান ব্রাত্য বসু। এই চুক্তির মাধ্যমে বিলুপ্ত প্রায় ভাষার চর্চা ও গবেষণাই মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেই সঙ্গে বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার জন্য জুলাই মাসে কেন্দ্রকে প্রস্তাব পাঠাতে চলেছে রাজ্য।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এই চুক্তির পরিসরে আইএলএসআরের সঙ্গে যৌথ ভাবে কলকাতার সংস্কৃত বিশ্ববিদ্যালয় সংস্কৃত অনুবাদ, সংস্কৃত অধ্যয়নে এলিমেন্ট্ররি সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স, সংস্কৃত ভাষায় পিএইচডি ও পোস্ট ডক্টরাল গবেষণা, দুষ্প্রাপ্য ও গুরুত্বপূর্ণ সংস্কৃত লেখনীর অনুবাদ, সংরক্ষণ ও আর্কাইভ গড়ে তুলতে কাজ করবে। পুরুলিয়ার সিধু কানহো বিরসা বিশ্ববিদ্যালয় সাঁওতালি ও কুড়মালি ভাষার অনুবাদ, এলিমেন্টারি সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স, পিএইচডি গবেষণা, সাংস্কৃতিক লেখনীর অনুবাদ, বিপন্ন ভাষার চর্চা, সংরক্ষণ, গবেষণার কাজ করবে। সেই সঙ্গে ঝাড়গ্রামে সাঁওতালি ভাষার বিশিষ্ট কবি সাধু রাম চাঁদ মুর্মুর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে আইএলএসআরের সঙ্গে যৌথ ভাবে সাধু রাম চাঁদ মুর্মুর সাহিত্যকর্ম বিভিন্ন ভাষায় অনুবাদ এবং স্থানীয় বিভিন্ন ভাষায় পঠনপাঠন ও গবেষণার কাজ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ