BRAKING NEWS

Kurmi Protest : খেমাশুলিতে রেল অবরোধ অব্যাহত, কোটশিলায় শুরু, কুস্তাউরে অবরোধ উঠলেও রেল স্তব্ধ

আদিবাসী কুড়মি সমাজের তরফে শনিবার অজিত মাহাতো রেল অবরোধ প্রত্যাহারের ঘোষণা করলেও রেল অবরোধ চলছেই কুড়মিদের তরফে৷ পুরুলিয়ার কুস্তাউরে রেল অবরোধ উঠে গেলেও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল অবরোধ অব্যাহত। নতুন করে রবিবার দুপুরে রেল অবরোধ শুরু হয়েছে কোটশিলা স্টেশনে।

রবিবার আদিবাসী কুড়মি সমাজ সংগঠনের তরফে অজিত মাহাতো রেল অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা করেন। কিন্তু সেই ঘোষণার পরেই প্রকাশ্যে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনরত কুড়মি সমাজের মানুষজন। সমাজমাধ্যম সহ আন্দোলন স্থলগুলিতে অজিত মাহাতোর ঘোষণাকে অস্বীকৃতি জানিয়ে রেল অবরোধ অব্যাহত রাখার ঘোষণা করা হয় অন্যান্য সংগঠনের তরফে৷ এইদিন বেলা ১১:৪৫ মিনিট নাগাদ কুস্তাউর স্টেশনে অবরোধ উঠে যায়। কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১২:২০ মিনিট নাগাদ আদ্রা ডিভিশনের কোটশিলা স্টেশনে শুরু হয়েছে রেল অবরোধ। সেই সঙ্গে অবরোধ অব্যাহত রয়েছে খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনেও।

প্রসঙ্গত উল্লেখ্য, কুড়মিদের এসটি তালিকাভুক্ত করা, কোড সহ সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলনে নেমেছে কুড়মি সমাজের একাধিক সংগঠন। গত ১ লা এপ্রিল থেকে পশ্চিমবঙ্গ কুড়মি সমাজ ও আরও কয়েকটি কুড়মি সংগঠনের ডাকে শুরু হয় ঘাঘর ঘেরা আন্দোলন। বুধবার থেকে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি ও পুরুলিয়ার কুস্তাউরে নিরবিচ্ছিন্ন রেল অবরোধ ‘রেল টেকা’ শুরু হয়। এরপর রবিবার হঠাৎই কুড়মি নেতা অজিত মাহাতো রেল অবরোধ প্রত্যাহারের ঘোষণা করেন। কিন্তু নিজেদের দাবি আদায়ে রেল অবরোধ চলছেই কুড়মিদের তরফে।

Leave a Reply